হাজার শব্দের চেয়েও একটি ছবি শক্তিশালী। একজন শিল্পীর বড় হাতিয়ায় রঙ আর তুলি। শিল্পী স্বপ্ন আঁকেন রঙ-তুলি দিয়ে। একজন শিল্পী রঙ-তুলি দিয়েই তার মনের অব্যক্ত কথা, দেশপ্রেম, আনন্দ-বেদনা, প্রেম-ভালোবাসা ও ঘৃণা প্রকাশ করেন। তুলির আঁচড়ে জীবন্ত করে তোলেন পারিপার্শ্বিক অবস্থা ও ঘটনা এবং ফুটিয়ে তোলেন জীবনের
মহামারি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অফিসের অন্তর্দ্বন্দ্ব, কর্মীর উপস্থাপনার ঘাটতি—এমন আরো নানা কারণে কারো হঠাৎ করে চাকরি চলে যেতে পারে। এ দেশের বেশিরভাগ মানুষই স্বল্প আয়ের। একজনের উপার্জনেই পুরো সংসার চলে—এমন পরিবারের সংখ্যাই বেশি। তাই চাকরি বা উপার্জন না থাকলে তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। এমন
নখ হেলাফেলার বিষয় নয়। ফ্যাশনদুরস্ত যারা তারা অন্যান্য বিষয়ের মতোই নখেরও যত্ন নেন। চুল আর ত্বকের মতো নখেও কেউ কেউ বাহারি নকশা করে নেন। নখও সাজিয়ে তুলতে পারেন শৈল্পিকভাবে। একরঙা নখের তুলনায় কারুকাজময় নখই বেশি মনোহর।
বর্ষাকাল গত হয়ে শরৎকালও শেষের দিকে। তারপরও বৃষ্টি তার খেয়াল-খুশিমতো যখন-তখন অঝোরে ঝরছে। আর এমন বৃষ্টিভেজা দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর তা যদি হয় নারকেল ভর্তা, কাবাব, বেগুন ভাজি আর মুরগির মাংস ভুনা দিয়ে, তাহলে তো রসনাতৃপ্তি হবেই।