
চোখে শুধু দেখছি সরষে ফুল…
সরষে ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। সরষের এই ক্ষেত দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রেখেছে। শীতকাল আসতেই ফুটে ওঠে সরষে ফুল। যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ। তাই চাইলেই সরষে ফুলের নিখুঁত ও নিখাদ মাধুর্যে চোখ আর মন তৃপ্ত করতে পারেন।























