আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শারদীয় দুর্গাপূজার মেলা শেষ হলেও রয়েছে রেশ

আমার জীবন ডেস্ক
শারদীয় দুর্গাপূজার মেলা শেষ হলেও রয়েছে রেশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো সম্প্রতি। তবুও আশ্বিনের বাতাসে রয়েছে শারদীয়ার রেশ। দুর্গাপূজাকে ঘিরে দেশজুড়ে মণ্ডপ সেজেছিল। রাজধানীর রমনা কালী মন্দিরও সেজেছিল রঙিন সাজে, বসেছিল আনন্দমুখর মেলা। পাঁচ দিনব্যাপী চলা এ মেলা বৃহস্পতিবার শেষ হয়েছে।

গত ২ অক্টোবর রাজধানীর রমনা মেলা ঘুরে দেখা যায়, দোকানিরা বিভিন্ন ধরনের খাবার এবং নানা ধরনের শৌখিন জিনিসের পসরা সাজিয়ে বসেছিলেন। নিপুণ কারিগর তাদের শৈল্পিক ছোঁয়ায় কাঠের গয়নায় নানা রঙের চিত্র ফুটিয়ে তোলেন। এসব শৌখিন সাজের গয়নার কারিগরের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী। পড়াশোনার ফাঁকে তারা মনের মাধুরী মিশিয়ে এসব শিল্পকর্ম করে থাকেন। এতে তাদের হাতখরচের টাকা উঠে আসে। বিশেষ করে কোনো কোনো উৎসবের মেলায় তারা স্টল দিয়ে থাকেন। এসব গয়নার দোকানে বেশ ভিড় দেখা যায়। কানের দুল, গয়নার সেট, মালা, আংটি ও আরো অন্যান্য ঘর সাজানোর শৌখিন পণ্য তারা তৈরি করে থাকেন।

বিজ্ঞাপন

দরদাম সম্পর্কে জানতে চাইলে বিক্রেতা নাহিদ ও তানিয়া জানান, আংটি ৫০ টাকা ও গয়নার সেট ১৫০ টাকা। ছোট কানের দুল ৫০-৬০ টাকায় বিক্রি করেন। বেচাকেনা বেশ ভালো হচ্ছে বলেও তারা জানান। তানিয়া ইডেন মহিলা কলেজে সম্মানে (অনার্স) পড়ালেখা করছেন।

মেলায় সব ধর্মের ও সব বয়সের মানুষের সমাগম পরিলক্ষিত হয়। বিভিন্ন ধরনের মুখরোচক খাবারও মেলায় পাওয়া যায়। মেলায় আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থাসহ অন্যান্য আয়োজন উৎসবের আনন্দে পূর্ণতা এনে দেয়।

মডদৃ

শারদীয় দুর্গোৎসবের কথা বলতে গিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, গত বছরের তুলনায় এ বছর সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির দেওয়া তথ্যমতে, গত বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। আর ঢাকা মহানগর এলাকায় গতবছর ২৫২টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা হয়।

উল্লেখ্য, এ বছর অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার জন্য সব মিলিয়ে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন