
আমার দেশ অনলাইন

‘হারিকেন’ শব্দটি উচ্চারিত হলে আজও মনে ভেসে ওঠে শৈশবের সেই দৃশ্য। ক্ষীণ আলোর উষ্ণতায় ঘেরা পারিবারিক সময়। পরিবারে সবাই একসঙ্গে বসে গল্প করত, হাসত, আনন্দে সময় কাটাত।
হারিকেনের সেই নরম আলো আর অতীতের স্মৃতি আজও মনে জাগায় মিষ্টি এক নস্টালজিয়া যা মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া শান্ত, সরল দিনের কথা।
অনেকেই সেই অতীতকে ভুলে যেতে পারেন না। কারও আলমারির কোনে, কারও বারান্দায় বা দোকানের তাকের ওপর এখনো পড়ে আছে মরিচা ধরা হারিকেন যা দেখে মনে পড়ে যায় শৈশবের সেসব শান্ত সন্ধ্যা, যখন অন্ধকার দূর হতো মৃদু কেরোসিনের আলোয়।
বিদ্যুতের এই যুগে হারিকেন, কুপি বাতি ও হ্যাজাক লাইটের ব্যবহার বিলুপ্ত হলেও এর স্মৃতি এখনো জড়িয়ে আছে বাঙালির জীবনের সঙ্গে। এটি কেবল এক যন্ত্রের ইতিহাস নয় এক সময়ের জীবনধারা, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক।
কুপি বাতি আর হারিকেন একসময় অন্ধকার দূর করার একমাত্র ভরসা ছিল। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবিষ্কৃত হলো হ্যাজাক লাইট, যা আরও উজ্জ্বল আলো দিত। বিদ্যুৎবিহীন সেই সময়ে দেশের অন্যান্য অঞ্চলের মতো লালমনিরহাটের প্রতিটি ঘরেও এই তিন আলোর উৎস ছিল জীবনের অপরিহার্য অংশ।

কুপি বাতি ও হারিকেনের আবিষ্কারের নির্দিষ্ট সময় জানা না গেলেও যুগে যুগে এই আলোর যন্ত্র মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, জানা যায় হ্যাজাক লাইট ১৯১০ সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স গ্রেটেজ আবিষ্কার করেন। এটি তেল বা গ্যাস ব্যবহার করে বায়ুচাপের সাহায্যে উজ্জ্বল আলো ছড়ায়।
হারিকেন কেবল আলোর যন্ত্র নয়; এটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ, এক নির্ভরতার প্রতীক। বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কিংবা সাংস্কৃতিক আসরে আলো জ্বালানোর জন্য ব্যবহৃত হতো এই প্রদীপ।

যুগের পরিবর্তনে হ্যাজাক লাইটের ব্যবহার শুরু হয়, যা আরও উজ্জ্বল আলো দিত এবং বড় অনুষ্ঠান বা ধর্মীয় সভায় ব্যবহৃত হতো। শিক্ষার্থীরাও সন্ধ্যা হলেই হারিকেনের আলোয় পড়াশোনা করত।
সময় বদলেছে, এখন চারপাশ আলোকিত বিদ্যুতের আলোয়। দেশে বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়এটি প্রতিটি ঘরের প্রয়োজনীয় বাস্তবতা। দেশের প্রায় প্রতিটি গ্রামে আজ আলো পৌঁছে গেছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতেও এখন ব্যবহৃত হচ্ছে সোলার প্যানেল, রিচার্জেবল লাইট, ব্যাটারি ফ্যান, এলইডি বাল্বযা বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

‘হারিকেন’ শব্দটি উচ্চারিত হলে আজও মনে ভেসে ওঠে শৈশবের সেই দৃশ্য। ক্ষীণ আলোর উষ্ণতায় ঘেরা পারিবারিক সময়। পরিবারে সবাই একসঙ্গে বসে গল্প করত, হাসত, আনন্দে সময় কাটাত।
হারিকেনের সেই নরম আলো আর অতীতের স্মৃতি আজও মনে জাগায় মিষ্টি এক নস্টালজিয়া যা মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া শান্ত, সরল দিনের কথা।
অনেকেই সেই অতীতকে ভুলে যেতে পারেন না। কারও আলমারির কোনে, কারও বারান্দায় বা দোকানের তাকের ওপর এখনো পড়ে আছে মরিচা ধরা হারিকেন যা দেখে মনে পড়ে যায় শৈশবের সেসব শান্ত সন্ধ্যা, যখন অন্ধকার দূর হতো মৃদু কেরোসিনের আলোয়।
বিদ্যুতের এই যুগে হারিকেন, কুপি বাতি ও হ্যাজাক লাইটের ব্যবহার বিলুপ্ত হলেও এর স্মৃতি এখনো জড়িয়ে আছে বাঙালির জীবনের সঙ্গে। এটি কেবল এক যন্ত্রের ইতিহাস নয় এক সময়ের জীবনধারা, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের প্রতীক।
কুপি বাতি আর হারিকেন একসময় অন্ধকার দূর করার একমাত্র ভরসা ছিল। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবিষ্কৃত হলো হ্যাজাক লাইট, যা আরও উজ্জ্বল আলো দিত। বিদ্যুৎবিহীন সেই সময়ে দেশের অন্যান্য অঞ্চলের মতো লালমনিরহাটের প্রতিটি ঘরেও এই তিন আলোর উৎস ছিল জীবনের অপরিহার্য অংশ।

কুপি বাতি ও হারিকেনের আবিষ্কারের নির্দিষ্ট সময় জানা না গেলেও যুগে যুগে এই আলোর যন্ত্র মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে, জানা যায় হ্যাজাক লাইট ১৯১০ সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্স গ্রেটেজ আবিষ্কার করেন। এটি তেল বা গ্যাস ব্যবহার করে বায়ুচাপের সাহায্যে উজ্জ্বল আলো ছড়ায়।
হারিকেন কেবল আলোর যন্ত্র নয়; এটি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগ, এক নির্ভরতার প্রতীক। বিয়ে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কিংবা সাংস্কৃতিক আসরে আলো জ্বালানোর জন্য ব্যবহৃত হতো এই প্রদীপ।

যুগের পরিবর্তনে হ্যাজাক লাইটের ব্যবহার শুরু হয়, যা আরও উজ্জ্বল আলো দিত এবং বড় অনুষ্ঠান বা ধর্মীয় সভায় ব্যবহৃত হতো। শিক্ষার্থীরাও সন্ধ্যা হলেই হারিকেনের আলোয় পড়াশোনা করত।
সময় বদলেছে, এখন চারপাশ আলোকিত বিদ্যুতের আলোয়। দেশে বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়এটি প্রতিটি ঘরের প্রয়োজনীয় বাস্তবতা। দেশের প্রায় প্রতিটি গ্রামে আজ আলো পৌঁছে গেছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোতেও এখন ব্যবহৃত হচ্ছে সোলার প্যানেল, রিচার্জেবল লাইট, ব্যাটারি ফ্যান, এলইডি বাল্বযা বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক মো. আবুজার গিফারী ইফাত মাস্টার্স পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছেন। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৯৫ জিপিএ অর্জন করে বিভাগের শীর্ষ মেধাবীদের তালিকায় স্থান করে নিয়েছেন।
১৪ মিনিট আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা স্নাতক জীবনের শেষ দিনটি উদযাপন করেছেন এক ব্যতিক্রমী উপায়ে। রঙ ছোড়া বা হৈচৈ নয়, বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই শেষ ক্লাসের দিনটিকে স্মরণীয় করে রেখেছে তারা।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের বিধিমালা প্রণয়নে প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে তাড়াহুড়ো করেছে বলে অভিযোগ করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
৩ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে