
আমার দেশ অনলাইন

এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া । বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে চা-পান করার সময় প্রেসিডেন্ট পুতিন গত মঙ্গলবার পোসেইডন টর্পেডোর পরীক্ষাটি চালানোর কথা জানান।
পুতিন বলেন, ‘প্রথমবারের মতো, আমরা এটি কেবল ক্যারিয়ার সাবমেরিন থেকে লঞ্চ ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর সাথে পারমাণবিক শক্তি ইউনিটটিও উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি’। তিনি আরো বলেন, পোসেইডনকে আটকানোর কোনও কিছুই নেই।
পোসেইডন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। টর্পেডোটি প্রাচীন গ্রিক সমুদ্র দেবতার নামে নামকরণ করা হয়েছে পোসেইডন। তবে এটি মূলত টর্পেডো এবং ড্রোনের ক্রস যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
সামরিক বিশ্লেষকদের মতে, এই অত্যাধুনিক অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে বিশাল তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। যা ঘন্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে ১০,০০০ কিলোমিটার বা ৬,২০০ মাইল ভ্রমণ করতে পারবে।
এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দমন করতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলে মন্তব্য করেন। এরপরেই ২১ অক্টোবর রাশিয়া নতুন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। ২২ অক্টোবর পারমাণবিক মহড়া চালায় পুতিনের দেশ।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত ১০০ টন ওজনের এই পসেইডন টর্পেডোটি ২০ মিটার লম্বা এবং ১.৮ মিটার ব্যাসের।
পুতিন আরও দাবি করেন, পসেইডনের ক্ষমতা রাশিয়ার অন্যতম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাত যাকে ন্যাটো শয়তান ২ নামে ডাকে, তার থেকেও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।

এবার পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো ‘পোসেইডন’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া । বুধবার (২৯ অক্টোবর) মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের সাথে চা-পান করার সময় প্রেসিডেন্ট পুতিন গত মঙ্গলবার পোসেইডন টর্পেডোর পরীক্ষাটি চালানোর কথা জানান।
পুতিন বলেন, ‘প্রথমবারের মতো, আমরা এটি কেবল ক্যারিয়ার সাবমেরিন থেকে লঞ্চ ইঞ্জিন দিয়ে উৎক্ষেপণ করতেই সক্ষম হইনি, বরং এর সাথে পারমাণবিক শক্তি ইউনিটটিও উৎক্ষেপণ করতে সক্ষম হয়েছি’। তিনি আরো বলেন, পোসেইডনকে আটকানোর কোনও কিছুই নেই।
পোসেইডন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। টর্পেডোটি প্রাচীন গ্রিক সমুদ্র দেবতার নামে নামকরণ করা হয়েছে পোসেইডন। তবে এটি মূলত টর্পেডো এবং ড্রোনের ক্রস যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।
সামরিক বিশ্লেষকদের মতে, এই অত্যাধুনিক অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে বিশাল তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস সৃষ্টি করে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। যা ঘন্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগে ১০,০০০ কিলোমিটার বা ৬,২০০ মাইল ভ্রমণ করতে পারবে।
এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দমন করতে ব্যর্থ হওয়ায় রাশিয়াকে ‘কাগজের বাঘ’ বলে মন্তব্য করেন। এরপরেই ২১ অক্টোবর রাশিয়া নতুন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে। ২২ অক্টোবর পারমাণবিক মহড়া চালায় পুতিনের দেশ।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, ন্যাটোতে ক্যানিয়ন নামে পরিচিত ১০০ টন ওজনের এই পসেইডন টর্পেডোটি ২০ মিটার লম্বা এবং ১.৮ মিটার ব্যাসের।
পুতিন আরও দাবি করেন, পসেইডনের ক্ষমতা রাশিয়ার অন্যতম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাত যাকে ন্যাটো শয়তান ২ নামে ডাকে, তার থেকেও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।

সম্প্রতি প্রবীণ ভারতীয় অভিনেতা পরেশ রাওয়াল অভিনীত একটি আসন্ন হিন্দি ছবি, দ্য তাজ স্টোরি, তাজমহলের পিছনের ইতিহাসের সত্য উন্মোচন করার দাবি করেছে। সিনেমাটির মূল বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে: ভারতের সবচেয়ে স্বীকৃত স্মৃতিস্তম্ভ তাজমহল একসময় তেজো মহালয়া নামে একটি হিন্দু মন্দির ছিল।
২ ঘণ্টা আগে
সূত্রগুলো জানিয়েছে, প্রথম দফার বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় উভয় পক্ষ একে অপরকে ব্যর্থতার জন্য দোষারোপ করেছে। তবে, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আবারো সীমান্ত ইস্যু ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওড়াকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন।
৫ ঘণ্টা আগে
ফিলিস্তিনের প্রায় এক লক্ষ পরিবার জলপাই উৎপাদনের ওপর নির্ভর করে, আর জলপাই তেল তাদের অর্থনীতির প্রধান স্তম্ভ। তবে চলমান যুদ্ধ ও অবরোধের কারণে গাজার বেশিরভাগ জলপাই গাছে সেচ ও সার দেওয়া বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই নাগাদ গাজার ৮৬ শতাংশ কৃষি কূপ ধ্বংস
৭ ঘণ্টা আগে