আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। এছাড়া ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরিতে সরাসরি আলোচনায় সম্মত হয়েছেন দুই নেতা। তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেননি ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মেলানিয়া বলেন, পুতিনের সঙ্গে তাঁর “খোলা যোগাযোগের মাধ্যম” স্থাপিত হয়েছে এবং সেই যোগাযোগের ফলেই আটজন ইউক্রেনীয় শিশু সম্প্রতি তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে।
পুতিন বলেন, রাশিয়া ইসরাইলের সঙ্গে বিশ্বাসযোগ্য যোগাযোগ বজায় রেখেছে এবং ইসরাইলি নেতৃত্ব তাকে অনুরোধ করেছে এই বার্তাটি ইরানের কাছে পৌঁছে দিতে যে ইসরাইল আরও একটি সমঝোতার পক্ষে এবং কোনো ধরণের সংঘাতে যেতে চায় না।