রাশিয়ায় বসবাসরত ইউক্রেনের নাগরিকদের ভোটাধিকার দিলে, নির্বাচনের দিনগুলোতে ইউক্রেনে হামলা বন্ধ করার কথা বিবেচনা করতে প্রস্তুত রাশিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মস্কোতে বছর শেষের এক বিশেষ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুতিন যুদ্ধবিরতির সঙ্গে রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনীয় নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের শর্ত জুড়ে দেন।
তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার কথা বিবেচনা করতে প্রস্তুত। অন্তত, ভোটের দিন ভূখণ্ডের গভীরে হামলা বন্ধ করা, এড়িয়ে চলা।
এরপর তিনি আরো বলেন, বিভিন্ন পরিসংখ্যান অনুসারে রাশিয়ার ভূখণ্ডে প্রায় ৫০ থেকে ১ কোটি ইউক্রেনীয় নাগরিক আছেন, যাদের ভোটাধিকার রয়েছে। যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের অধিকার রয়েছে এর আয়োজকদের কাছে ভোটাধিকার দাবি করার। যেখানে বর্তমানে রাশিয়ায় বসবাসকারী ইউক্রেনীয়দের রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সম্মান দিলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া: পুতিন