
যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ গাজায় ইসরাইলি হামলা, দুই শিশু নিহত
প্রতিবেদনে জানা যায়, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলা চালানো হলে দুই ভাই—জুমা এবং ফাদি তামের আবু আসি—গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।






















