গাজায় এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১৭: ২৫

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা ক্রমেই বাড়ছে। গাজার সরকারি তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম মাসে ইসরাইলি দখলদার বাহিনী মোট ২৮২টি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ২৪২ জন নিহত এবং ৬২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইল নিয়মতান্ত্রিকভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে, যা “সমস্ত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিধির স্পষ্ট লঙ্ঘন।”

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরাইলি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ৮৮টি গুলি চালানোর ঘটনা, আবাসিক এলাকায় ১২টি অনুপ্রবেশ, ১২৪টি বিমান ও সরাসরি হামলা, এবং ৫২টি বেসামরিক ভবন ধ্বংস করেছে। এছাড়াও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ২৩ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের ধারাবাহিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই লঙ্ঘনগুলোর ফলে মানবিক পরিস্থিতি আরও অবনতি হচ্ছে এবং এর সমস্ত দায়ভার ইসরাইলকেই বহন করতে হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত