ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে রাজি: তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১: ৪৩
ফাইল ছবি

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক সিরিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র ত্যাগ করার এবং অন্য সংখ্যালঘুদের নিয়ে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী দেশগুলো–সমর্থিত একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সিরিয়ার রাষ্ট্রপতির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

সুইডার ড্রুজ অধ্যুষিত এলাকায় কয়েকদিন ধরে রক্তপাতের পর, যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সূত্র: টাইমস অফ ইসরাইল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত