সপ্তাহের অন্যদিনের তুলনায় শুক্রবার ছুটির দিনে রাজধানীতে ব্যস্ত সময় পার করেন আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীরা। এদিন সকাল থেকেই বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার শুরু করেন তারা। প্রার্থীদের কর্মী-সমর্থকরাও দলে দলে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। সব মিলিয়ে ছুটির দিনে জমজমাট প্রচারে মুখর ছিল রাজধানী।
বিশেষ গোষ্ঠী কিছু লোককে বিজয়ী করতে
পাগল হয়ে গেছেÑমির্জা আব্বাস
নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টার অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে। কিছু প্রার্থীর কার্যকলাপ ও চালচলনে মনে হচ্ছে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করবে। তবে বাস্তবতা অনুভব করতে হবে। নির্বাচনের রেজাল্ট পরিবর্তনের চেষ্টা চলছে।
শুক্রবার রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো আছে, তবে পরবর্তী সময়ে কী হবে জানি না। এ সময় তিনি নির্বাচনি মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বলেন, আমি আশা করব, তারা যেন কাউকে ব্যক্তিগত আঘাত না করেন।
ঢাকা-৯ আসনে বিএনপি প্রার্থী হাবিবের প্রচার
রাজধানীর বাসাবো থানা এলাকায় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে উঠান বৈঠকে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি করবে না। আগামী দিনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তার নির্বাচনি এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।
ঢাকা-৬ আসনে জামায়াতের প্রচার ও পথসভা
ঢাকা-৬ নির্বাচনি এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনি প্রচার চালিয়েছে জামায়াতে ইসলামী। গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ে দলটির বিশেষ আকর্ষণ ‘মাল্টিমিডিয়া নির্বাচনি বাস’ পৌঁছলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। বিকাল ৩টায় দয়াগঞ্জ মোড় থেকে পথসভা ও পরে মিছিলের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু হয়ে সূত্রাপুর ঘুরে বাহাদুরশাহ পার্কে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. আব্দুল মান্নান। পরে তিনি ওয়ারী ও সূত্রাপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও পথসভা করেন। দয়াগঞ্জ ও বাহাদুরশাহ পার্কে আয়োজিত পথসভায় ড. আব্দুল মান্নান তার বক্তব্যে আগামী নির্বাচনে ‘আজাদি’ এবং ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান।
ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচার
রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে নেতা আব্দুস সালামের সভাপতিত্বে জনসভায় প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ছাড়াও নির্বাচনি এলাকার জোট নেতারা বক্তব্য দেন।
কামাল হোসেন বলেন, নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। জনসভা শেষে শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে গণসংযোগ করেন তিনি।
এছাড়া ১১ দলীয় জোটের ঢাকা-১২ আসনের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন তেজগাঁও খেলাঘর মাঠে ছাত্র ও যুবসমাবেশে বক্তব্য দেন। অন্যদিকে তিনি তেজগাঁওয়ের বিভিন্ন মহল্লায় গণসংযোগ করেন। অন্যদিকে ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত ব্যারিস্টার আরমান প্রিয়াঙ্গন জামে মসজিদ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, গদারটেক ও দারুস সালাম এলাকায় গণসংযোগ করেন।
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী পাটওয়ারীর প্রচার
ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শাহবাগ, কাঁটাবন, হাতিরপুল ও পরিবাগ এলাকায় জনসংযোগ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন। সেখানে সাংবাদিকদের বলেন, নির্বাচনে ভোট কিনতে কালোটাকা ছড়ানো হচ্ছে ।
পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছর শেয়ারবাজার লুট করেছে, মানুষের পকেট কেটেছে, ব্যাংক ডাকাতি করেছে। সেই লুটের টাকার পাহারাদার এখন নব্য আরেকটি দল। সেই কালোটাকা দিয়েই তারা এ নির্বাচনে ব্যয় করছে এবং মিডিয়াগুলোকেও কেনার চেষ্টা করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

