ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে, গুমের শিকার হয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে; আমাদের দায়িত্ব হচ্ছে সেই শহীদের রক্তের দায় শোধ করতে এদেশে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা।
তিনি বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি ঢাকা-৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান।
কামাল হোসেন বলেন, নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।
শুক্রবার বিকেলে রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ঢাকা-৫ নির্বাচনি এলাকার ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। এছাড়া
জনসভা শেষে, শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে এক গণসংযোগ অভিযান পরিচালিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

