জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম বর্ষের (২০২৫-২০২৬ সেশন) শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৯ এপ্রিল শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২১তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১৯ এপ্রিল শুরু হবে। এছাড়া আজকের বি ইউনিটের ফলাফল ২ দিনের মধ্যে প্রকাশ করার চেষ্টা করবো।’
তিনি আরো বলেন, ‘২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫। এবার ২০২৫-২০২৬ সেশনের ক্লাস দুই মাস এগিয়ে এপ্রিলে নিয়ে আসা হয়েছে। আগামী বছর এটি আরও এগিয়ে এনে সেশন জটের সমস্যা নির্মূল করা হবে।’
ভর্তির ফলাফল নিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সি ও এ ইউনিটের রেজাল্ট নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আশা করি বি ইউনিটে সেটিও সমাধান করতে সক্ষম হবো।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

