আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশকে বাদ দেওয়া বুচারের চোখে ‘নজিরবিহীন’

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে বাদ দেওয়া 
বুচারের চোখে ‘নজিরবিহীন’

ভারতে নিরাপত্তা শঙ্কা থাকায় বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কায়। যৌক্তিক দাবিটি মেনে না নিয়ে ভারতের চাপে বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে বাদ দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে ‘চরম বিশৃঙ্খলা’ ও ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মার্ক বুচার। উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বুচার ভারতের চ্যাম্পিয়নস ট্রফি খেলার ভেন্যু বদলের বিষয়টি উল্লেখ করে, ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন।

বিজ্ঞাপন

ভারতের বেলায় আইসিসির নিয়ম পাল্টানোর অভিযোগ নিয়ে বুচার বলেন, ‘এই ঘটনার আগে এমন অনেক উদাহরণ আছে, যেগুলোর সঙ্গে এর মিল পাওয়া যায়। বিশেষ করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফি ইস্যু। সবাই জানত, ভারত পাকিস্তানে যাবে না এবং শেষ পর্যন্ত তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলো। ক্রিকেট ইতিহাসে বহুবারই টুর্নামেন্টের সূচি ও কাঠামো বদলানো হয়েছে কোনো একটি দলকে মানিয়ে নিতে, তবে সাম্প্রতিক সময়ে যেভাবে হচ্ছে, সেটা নজিরবিহীন।’

বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টি যেন ভবিষ্যতে অন্য দলের বেলায়ও কার্যকর হয়, সেই আর্জি জানিয়ে বুচার বলেন, ‘যখন কোনো দল, হোক সেটা সরকারের সিদ্ধান্তে বা নিজেদের কারণে- নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে কোনো দেশে যেতে চায় না, তখন দুটি পথ থাকা উচিত। হয় তারা খেলবে এবং নিরাপত্তা নিশ্চিত করবে, নয়তো সরে দাঁড়াবে এবং পরের দল সুযোগ পাবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...