
আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী
লিবিয়ায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত খালেদ মোহাম্মদ আলী এল হিশরি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে রয়েছেন। সোমবার জার্মান কর্তৃপক্ষ এল হিশরিকে নেদারল্যান্ডসের হেগ আদালতে সমর্পণ করে। এর আগে চলতি বছরের ১৬ জুলাই জার্মানিতে গ্রেপ্তার হন তিনি।






















