আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

আইসিসির অযৌক্তিক শর্ত আমরা মানব না: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়। তবে সেটা ভারতের মাঠে নয়, শ্রীলঙ্কার মাটিতে। নিজেদের এই অবস্থানের খবর আগেই জানিয়ে দিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তে বাংলাদেশ এখনো অনড়। নিজেদের সেই শক্ত অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বিজ্ঞাপন

আজ সচিবালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ কোনো অযৌক্তিক শর্ত মেনে নেবে না। ভারতেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। এ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।’

আইসিসির ভেন্যু পাল্টানোর নজির উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পাল্টেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টানোর কথা বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

এর আগে অবশ্য এএফপি জানিয়েছে, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে র‌্যাংকিংয়ে অবস্থান অনুযায়ী স্কটল্যান্ডকে বৈশ্বিক আসরে খেলার সুযোগ দেবে আইসিসি। এ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার জানামতে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।’

যদিও বিবিসি জানিয়েছে, বিশ্বকাপ নিয়ে স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনাই করেনি আইসিসি। স্কটিশ ক্রিকেটের কর্তাব্যক্তিরা বিসিবির প্রতি সম্মান জানিয়ে আইসিসির সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করতে নারাজ।

ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো ও বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সোমবার জানায়, বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য আজ বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। কিন্তু বিসিবি এই সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন