টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকার বিষয়টিকে ক্রিকেটের জন্য দুঃখজনক ব্যাপার বললেন এবি ডি ভিলিয়ার্স। তার মতে, ক্রিকেটের এমন বড় মঞ্চে এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত হয়নি। ‘৩৬০ লাইভ’ নামে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডি ভিলিয়ার্স এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি কারো পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক এবং ব্যক্তিগত বিষয়। আমার কাছে এ বিষয়ে যথেষ্ট তথ্য নেই। এ বিষয়ে মন্তব্য করার জন্য আমার এত বেশি জানাশোনাও নেই। আমি যেটা বলতে পারি, বিষয়টি এ পর্যন্ত গড়ানোটা উচিত হয়নি, যেখানে টুর্নামেন্ট থেকে একটি দল নিজেদের প্রত্যাহার করে নেয়। এটা দুঃখজনক ব্যাপার। আমার কাছে বিষয়টি খারাপ লেগেছে। এটা আমাদের খেলার জন্যও খারাপ লাগার বিষয়। এটা কখনো হওয়া উচিত নয়।’
ডি ভিলিয়ার্স আরো বলেন, ‘যারা বিষয়টির নিয়ন্ত্রণে আছেন, সিদ্ধান্ত নিতে পারেনÑবিষয়টির সমাধান করা উচিত। এ নিয়ে অতীতে আমি অনেক কথা বলেছি। যখন ক্রিকেটে রাজনীতি জড়িয়ে যায়, আমি এটাকে ঘৃণা করি। এজন্য বিষয়টি এ পর্যন্ত গড়িয়েছে। এটা সত্যি দুঃখজনক ব্যাপার।’
নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসির কাছে ভারত থেকে ভেন্যু পরিবর্তন করে বিশ্বকাপের সহআয়োজক শ্রীলঙ্কায় দেওয়ার অনুরোধ করেছিল বিসিবি। কিন্তু সে অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশকে চাপে ফেলে বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

