ভারতের চাপে আইসিসি সিদ্ধান্ত চাপিয়ে দিলেও তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বৈশ্বিক এ আসরে বাংলাদেশ খেলতে চায় আরেক সহআয়োজক শ্রীলঙ্কার মাঠে। নিজেদের এই অনড় অবস্থানের কথা জানিয়ে গতকাল আবারও আইসিসিকে ই-মেইল করেছে বিসিবি। সেই মেইলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে বিসিবি। আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক দেখা দিলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি তার সমাধান করে থাকে।
বাংলাদেশের এই অনুরোধে সাড়া দেবে আইসিসি, ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে বলে প্রত্যাশা করছে বিসিবি। তবে বোর্ড মিটিংয়ে বাংলাদেশকে ভারতের মাটিতে বিশ্বকাপে খেলা বা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর একদিনের আলটিমেটাম দেওয়ার পর আইসিসি এ নিয়ে কিছু জানায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিয়ে এখনো নীরবতা ভাঙেনি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম গতকালই বলে রেখেছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলার জন্য তৈরি। তবে বাংলাদেশ খেলতে চায় শ্রীলঙ্কায়। এ জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বেশ জোড় দিয়েই বলেন তিনি। তারই অংশ হিসেবে ভেন্যু পরিবর্তনের দাবিটি স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে পাঠানোর অনুরোধ করেছে বিসিবি।
আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এবারের টি-টোয়েয়েন্টি বিশ্বকাপে দল পাঠাবে না বাংলাদেশ। গতকাল হোটেল ইন্টার কন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

