
বিসিবি নয়, ক্লাব চাইলে লিগ হবে, সংগঠকদের হুমকি
নির্বাচন অবৈধ ঘোষণা করে বিদ্রোহী ক্লাবগুলো যখন লিগ বর্জনের ঘোষণা দিয়েছিল, তখন একই দলে থেকে তামিম ইকবাল জানান, তার অধীনে থাকা দলগুলো লিগে খেলবে। তখনই প্রশ্ন জাগে- তাহলে তামিম আছেন কোন পক্ষে? সেই প্রশ্নের উত্তর স্পষ্ট করেছেন ক্লাবগুলোর হয়ে গতকাল কথা বলা মোহামেডান ক্লাবের ডিরেক্টর মাসুদুজ্জামান।























