শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিসিবি অফিস ও এর আশপাশের প্রাঙ্গণে নিরাপত্তা বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য শের-ই-বাংলার সংশোধিত প্রবেশ বিধিমালা চালু করেছে বোর্ড। যা এখন থেকে কার্যকর হবে। এই বিধিমালা সবার জন্য কার্যকর হবে। বিশেষ করে বিসিবি অফিসে গণমাধ্যমকর্মীদের প্রবেশ ঠেকাতে যেন চালু করা হয়েছে এই নতুন বিধিনিষেধ। এখন চাইলেই কোনো সংবাদিকরা শের-ই-বাংলায় প্রবেশ করতে পারবেন না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গণমাধ্যমকর্মীদের কড়া নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে বিসিবি।
নতুন বিধিমালায় জানানো হয়েছে, শের-ই-বাংলায় প্রবেশের জন্য সাংবাদিকরা শুধু এক নম্বর গেট ব্যবহার করতে পারবেন। সংবাদ কর্মীরা শের-ই-বাংলায় কখন যেতে পারবেন তার জন্য সুনির্দিষ্ট উপলক্ষ জানিয়ে দিয়েছে বিসিবি। খেলার দিন, অফিশিয়াল সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণ ও সুনির্দিষ্ট অনুশীলন বা ট্রেনিং সেশন থাকলেই কেবল সাংবাদিকরা শের-ই-বাংলায় যেতে পারবেন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড- ভেন্যু ও বিসিবি অফিসের নিরাপত্তা, সুরক্ষা এবং সুশৃঙ্খল কার্যক্রমের বৃহত্তর স্বার্থে এই ব্যবস্থাগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার সমঝোতা এবং সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

