আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

আবরার-শাদাবের ঘূর্ণিতে সিরিজ পাকিস্তানের

প্রথম ম্যাচে তাও লড়াই হয়েছিল। তবে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দিল না পাকিস্তান। আবরার আহমেদ ও শাদাব খানের লেগ স্পিনে দিশেহারা হয়ে অজিরা গুটিয়ে গেছে ১৫.৪ ওভারে ১০৮ রানে। ৯০ রানের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে সালমান আলি আগার দল। এর আগে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান করে পাকিস্তান। সিরিজের তৃতীয় ম্যাচ আগামীকাল বিকেল ৫টায়।

লক্ষ্য ১৯৮। এই রান তাড়ায় নেমে ঝড়ো শুরু করেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তবে ২২ রানে ভেঙে যায় জুটি। ১৮ রানে বিদায় নেন মার্শ। পরের বলে বিদায় নেন হেডও। মূলত সেখানেই হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর এক ক্যামেরন গ্রিন (৩৫) ছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মাঝে ম্যাথু শর্ট ২৭ রান করে হারের ব্যবধান কমান। অজিদের ৭ ব্যাটারই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটের ঘরে।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষে ১৪ রানে ৩ উইকেট নেন আবরার আহমেদ। সমান ৩ উইকেট শাদাবের। দুই উইকেট নেন উসমান তারিক।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানের মাথায় সাহিবজাদা ফারহানকে হারায় পাকিস্তান। এরপর সাইম আইয়ুবকে নিয়ে দারুণ এক জুটি গড়েন সালমান আলী আগা। দুজনের জুটি ভাঙে দলীয় ৭২ রানে। সাইম ২৩ রান করে ফিরেন। বাবর আজম ২ রানের বেশি করতে পারেননি। দ্রুত দুই উইকেট পতনের পর উসমান খানকে নিয়ে বড় জুটি গড়েন সালমান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে পাকিস্তান অধিনায়ক থামেন ৪০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে। এরপর উসমান ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন। শাদাব খান অপরাজিত থাকেন ২০ বলে ২৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১৯৮/৫ (সালমান ৭৮, উসমান ৫৩, শাদাব ২৮*; জাম্পা ১/২৭, কনোলি ১/৩০)

অস্ট্রেলিয়া : ১৫.৪ ওভারে ১০৮/১০ (গ্রিন ৩৫, শর্ট ২৭, মার্শ ১৮; আবরার ৩/১৪, শাদাব ৩/২৬)

ফল ; পাকিস্তান ৯০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : সালমান আলী আগা

সিরিজ : তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন