বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চেয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। নিরাপত্তা শঙ্কায় ভারত সফরে যেতে রাজি হয়নি বিসিবি। বাংলাদেশের এই যৌক্তিক দাবি মেনে না নিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ভারতের চাপে সংস্থাটি বাংলাদেশকে বাদ দিয়েছে বৈশ্বিক আসর থেকে। এ ঘটনায় ক্রিকেট দুনিয়ায় চলছে অস্থিরতা। খোদ ভারতেও বিসিসিআই ও আইসিসির ভূমিকার সমালোচনা হচ্ছে। বিশ্বের সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক থেকে ক্রিকেট সংগঠকÑসবাই আইসিসি ও ভারতের সমালোচনায় মুখর। এ তালিকায় নাম লেখালেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানিও। ক্রিকেট দুনিয়ার এই টালমাটাল অবস্থার জন্য ক্রিকেটে রাজনীতির সরাসরি হস্তক্ষেপ আর আইসিসির প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেছেন তিনি। এহসান মানি বলেন, আইসিসির বর্তমান কাঠামোতে দিক হারিয়ে ফেলেছে ক্রিকেট।
টেলিকম এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক জানান, আইসিসির প্রশাসনিক কাঠামোয় এখনই পরিবর্তন আনা দরকার। এ নিয়ে তিনি বলেন, ‘আইসিসি এখন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে দিশাহারা হয়ে পড়েছে ক্রিকেট। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সংবিধান সংশোধন করে বোর্ডের অধিকাংশ পরিচালককে স্বাধীন ও নিরপেক্ষ করতে হবে।’
বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরেছে। এ জন্য এহসান মানি বিসিসিআইয়ের সমালোচনা করেন। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি ঠিক মেনে নিতে পারছেন না তিনি। সঙ্গে যোগ করে বলেন, নিরাপত্তা শঙ্কা নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানোটা যৌক্তিক, ‘বাংলাদেশ নিয়ে পরিস্থিতি এখানে এসে দাঁড়ানো উচিত ছিল না। আইপিএল নিলামে নেওয়ার পর মোস্তাফিজকে বাদ দেওয়া প্রমাণ করে বিসিসিআই একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। ফলে বাংলাদেশ দল যখন নিজেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, সেটি যৌক্তিক হয়ে ওঠে।’
ভারত-পাকিস্তানের জন্য ‘হাইব্রিড মডেল’ চালু করাকে ‘ভুল সমাধান’ হিসেবে আখ্যা দিয়েছেন আইসিসির সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আইসিসির উচিত ফিফা বা অলিম্পিক মডেল অনুসরণ করা। হয় আয়োজক দেশকে সব দলের ভিসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নতুবা তাদের আয়োজনের অধিকার হারাতে হবে। মাঝামাঝি কোনো আপসের জায়গা নেই।’
বিসিসিআইয়ের প্রয়াত সভাপতি ইন্দরজিৎ সিং বিন্দ্রার কথাও স্মরণ করেন এহসান মানি, ‘বিন্দ্রা, ডালমিয়া কিংবা রাজ সিংদের সময় এশিয়ার ক্রিকেট ঐক্যবদ্ধ ছিল। তারা স্পষ্টভাষী ছিলেন এবং রাজনীতিকে ক্রিকেট থেকে দূরে রাখার চেষ্টা করতেন। এখন সেই সততা ও দৃঢ়তার বড় অভাব দেখা যাচ্ছে।’
বিসিবির ভূমিকাও মানির কাছে প্রশ্নবিদ্ধ, ‘ভারত সফর নিয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকেই আসা উচিত ছিল। বোর্ডের এভাবে সামনে আসা ঠিক হয়নি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

