বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন শিবাম দুবে। ইশ সোধির এক ওভারে ২৮ রান তোলা দুবে ফিফটি হাঁকিয়েছেন ১৫ বলে। কিন্তু তাতে লাভ হয়নি। ম্যাচে হেরে গেছে তার দল। নিউজিল্যান্ডের ২১৫ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গেছে ১৬৫ রানে। ৫০ রানের বড় ব্যবধানে হারলেও ভারত সিরিজে এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।
ভারতের হয়ে ২৩ বলে ৭ ছক্কা ৩ বাউন্ডারিতে ৬৫ রানের ইনিংস খেলেন দুবে। আর রিংকু সিং ৩৯ ও সঞ্জু স্যামসন ২৪ রান যোগ করেন দলীয় স্কোরে।
তার আগে নিউজিল্যান্ডকে শুরুতেই ১০০ রান এনে দেন দুই ওপেনার কনওয়ে (৪৪) ও টিম সেইফার্ট (৬২)। পরে ড্যারিল মিচেল ১৮ বলে অপরাজিত থেকে যান ৩৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২১৫/৭, ২০ ওভার (সেইফার্ট ৬২, কনওয়ে ৪৪, মিচেল ৩৯*; অর্শদীপ ২/৩৩ ও কুলদীপ ২/৩৯)।
ভারত: ১৬৫/১০, ১৮.৩ ওভার (দুবে ৬৫, রিংকু ৩৯, সঞ্জু ২৪; স্যান্টনার ৩/২৬ ও ডাফি ২/৩৩)।
ফল: নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী।
ম্যাচসেরা: টিম সেইফার্ট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

