অঘটনের মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছিল। লরেঞ্জো মুসেত্তি কাজের কাজটি করেই ফেলেছিলেন। ২৫ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের স্বপ্ন দেখা বাদ দিয়ে নোভাক জোকোভিচকে ঘরে ফেরার রাস্তা তৈরি করে ফেলেছিলেন ইতালিয়ান এই প্রতিপক্ষ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! অস্ট্রেলিয়ান ওপেন থেকে উল্টো বিদায় নিতে হয়েছে মুসেত্তিকেই। আর সার্বিয়ান এই সুপারস্টার টিকে থাকলেন ফাইনালে ওঠার লড়াইয়ে। সৌভাগ্য বোধ হয় একেই বলে! যার বিদায় নেওয়ার কথা ছিল, সেই জোকোভিচ টিকিট পেয়েছেন সেমিফাইনালের; আর যার শেষ চারে খেলার কথা ছিলÑসেই মুসেত্তি ছিটকে গেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে। শেষ চারে তার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই ইতালিয়ান তারকা জানিক সিনার। তবে নারী একক থেকে বিদায় নিয়েছেন পোলিশ তারকা ইগা সোয়াটেক।
কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে লরেঞ্জো মুসেত্তি টানা দুই সেট জিতে এগিয়ে যান। জোকোভিচকে পেছনে ফেলেন ৬-৪ ও ৬-৩ গেমে জিতে। সার্বিয়ান সুপারস্টার বিদায় শঙ্কায় পড়ে গিয়েছিলেন মুসেত্তির আধিপত্যের সামনে পাত্তা না পেয়ে। মেলবোর্ন টুর্নামেন্টে ১০ বারের চ্যাম্পিয়নের বিপক্ষে অবিস্মরণী জয় ছিনিয়ে নেওয়ার দ্বারপ্রান্তেই ছিলেন মুসেত্তি। কিন্তু তৃতীয় সেটে এসে খেই হারিয়ে ফেলেন তিনি। ১-৩ গেমে পিছিয়ে পড়েন। পরে আর খেলা চালিয়ে যেতে পারেননি। উরু ও কুঁচকির চোটের কাছে পরাজিত হয়ে ম্যাচটাই ছেড়ে দেন। প্রতিপক্ষের কাছ থেকে ওয়াকওভার পেয়ে শেষ চারে নিজের নাম লিখে ফেলেন ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিক। মেলবোর্নে ১৩ বারের মতো সেমিফাইনালে পৌঁছানোর খুশিতে মেতে ওঠেন জোকোভিচ।
জোকোভিচের ভাগ্য ঠিক কতটা সুপ্রসন্ন- সেটা আরো স্পষ্ট হবে তার আগের ম্যাচের দিকে তাকালে। ৩৮ বছরের এই মেগাস্টারকে তো আগের ম্যাচে কোর্টেই নামতে হয়নি। চেক প্রজাতন্ত্রের জাকুব মেনসিক নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন পেটব্যথার কারণে। প্রতিপক্ষ ওয়াকওভার নেওয়ায় শেষ আট নিশ্চিত করেন জোকোভিচ। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের এককে সর্বাধিক ১০৩ ম্যাচ জিতে রজার ফেদেরারের রেকর্ড ভেঙেছেন। টানা দুই ম্যাচে কোনো সেট না জিতেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন জোকোভিচ।
কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে সিনার ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের বেন শেল্টনকে। নারী এককে সেমিফাইনালে পৌঁছে গেছেন জেসিকা পেগুলা ও এলেনা রাইবাকিনা। কাজাকিস্তানের এ তারকা ৭-৫ ও ৬-১ গেমে হারিয়েছেন সোয়াটেককে। আর পেগুল ৬-২ ও ৭-৬ (৭-১) গেমে ধরাশায়ী করেন স্বদেশি আমান্ডা আনিসিমোভাকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

