আজ সন্ধ্যা সাড়ে ৬টায় থাইল্যান্ড থেকে দেশে ফিরছেন সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ীরা। আগেই জানা গেছে, দেশে ফেরার পর সাফজয়ী ফুটসাল দলকে জমকালো সংবর্ধনা দেবে বাফুফে।
টানা দুবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর এবার ফুটসালেও ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গত রোববার রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
সাত দলের সাফ ফুটসালে এমন অর্জনের পর দেশে ফিরে জমকালো সংবর্ধনাই পাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, সুমাইয়ারা। দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টে সেরার মুকুট অর্জন করায় নারী দলকে তাদের চাওয়ামতোই বরণ করে নিচ্ছে ফুটবল ফেডারেশন। এ প্রসঙ্গে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম আমার দেশকে বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করছি। তাদের বলা হয়েছে, তারা কীভাবে চায় (সংবর্ধনা), আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ গত দুটি সাফজয়ী দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল। এবারও সেরকম আয়োজন থাকবে কি না? ফাহাদ করিম বলেন, ‘তারা তো সংখ্যায় এবার কম। তারপরও তাদের যদি এমন চাওয়া থাকে, তাহলে আমরা সেভাবেই আয়োজন করব।’ এর আগে প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর দেশে ফিরে সংবর্ধিত হয়েছিলেন সাবিনা খাতুনরা। ঠিক একইভাবে এবার শিরোপাজয়ী নারী ফুটসাল দলও সংবর্ধিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

