দিনকয়েক ধরে গুঞ্জন ছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ফিক্সিং অভিযোগ তদন্ত করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এ অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
আজ বিবৃতিতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে, সেটা মিথ্যা। অ্যালেক্স মার্শাল নিজে বিষয়টি বিসিবিকে নিশ্চিত করেছেন। সেখানে আরো বলা হয়েছে, অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, বিসিবি সভাপতিকে নিয়ে আমার অধীনে কোনো তদন্ত হচ্ছে না। এটা পুরোপুরি মিথ্যা ও গুজব।
এ গুজবে বিসিবি সভাপতির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানানো হয়েছে বিসিবির বিবৃতিতে। ইতোমধ্যে যেসব ফেসবুক পেজের মাধ্যমে এ গুজব ছড়ানো হয়েছে, তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আজ এ সাধারণ ডায়েরি করা হয় বলে জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

