আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেল চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেল চট্টগ্রাম

বিপিএলের শিরোপা জিততে ১৭৫ রানের লক্ষ্য পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পরও ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানই করতে পেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিতে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তামিম। ৬২ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে মারেন ৭টি ছক্কা। বিপিএলের ফাইনালে তৃতীয় সেঞ্চুরি এটি।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে এছাড়া আর কেউই তেমন বড় ইনিংস খেলতে পারেননি। ৩০ রান করতে ৩০ বল খেলেন সাহিবজাদা ফারহান ও কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৪ রান।

চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও শরিফুল ইসলাম। এর মধ্যে ইনিংসের শেষ বলে নাজমুল হোসেন শান্তর উইকেট নিয়ে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েন শরিফুল।

এবারের বিপিএলে ১২ ম্যাচে শরিফুলের শিকার ২৬ উইকেট। সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। গত বিপিএলে সমান ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। পরের আসরেই সেই রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

রাজশাহী ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭৪/৪ (তানজিদ ১০০, সাহিবজাদা ৩০, উইলিয়ামসন ২৪; শরিফুল ২/৩৩, মুগ্ধ ২/২০)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন