ফিক্সিংয়ে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে। সেই অভিযোগ ওঠার পর আজ সন্ধ্যায় অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।
এর আগে মোখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ওঠে ফিক্সিংয়ের অভিযোগ। এক প্রতিবেদনে তার ফিক্সিংয়ের ফোনালাপ ফাঁস হয়। এরপর থেকেই সমালোচনার মুখে ছিলেন তিনি।
ফেসবুক পোস্টে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে লিখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ। বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সব সময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

