বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কোনো দল নেই। একমাত্র ধানের শীষ উন্নয়ন করতে পারবে, আর কেউ পারবে না। আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক; যাদের আপন ভেবে মানুষ কাঁদে।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য অনেক কাজ করেছি।
তিনি আরো বলেন, আমাদের হাসিনা আপা চলে গেছে। চলে গেছেন; ভালো করেছেন। কিন্তু যারা তাকে সমর্থন করত, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা বলছি- যারা নিরপরাধ; তাদের কেউ বিপদে পড়বে না। আমরা আছি তাদের পাশে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না।
বিএনপি মহাসচিব বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসঙ্গে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

