আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ছবি: সংগৃহীত

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন গ্রিনল্যান্ডের রাজধানী নুক সফরে যাচ্ছেন। সফরকালে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের এই দ্বীপ দখলের হুমকি থেকে সরে আসার পর এমন এক সংবেদনশীল সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রেডেরিকসেন ব্রাসেলস সফর শেষে নুকের উদ্দেশে রওনা হবেন। ব্রাসেলসে তিনি শুক্রবার ভোরে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন। এর আগে চলতি সপ্তাহে দাভোসে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের সঙ্গে একটি মৌখিক সমঝোতায় পৌঁছান ন্যাটো মহাসচিব।

বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে ন্যাটোর তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন রুটে ও ফ্রেডেরিকসেন। ন্যাটোর এক ‘ফ্রেমওয়ার্ক’ নিয়ে সমঝোতার পরই গ্রিনল্যান্ড নিয়ে আগের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

যদিও ওই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, ট্রাম্প দাবি করেছেন—যুক্তরাষ্ট্র তার সব লক্ষ্য অর্জন করেছে এবং এই সমঝোতা স্থায়ীভাবে কার্যকর থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন