আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ

আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ শনিবার। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালের ৩ ডিসেম্বর সর্বসম্মতভাবে শিক্ষা যে শান্তি ও উন্নয়নের মূল ভিত্তি—এই স্বীকৃতি দিয়ে ২৪ জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস ঘোষণা করে। সেই থেকে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা যৌথভাবে দিবসটি পালন করে আসছে। প্রতি বছর ইউনেস্কো একটি বৈশ্বিক শিক্ষাবিষয়ক প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এবারের প্রতিপাদ্য: ‘দ্য পাওয়ার অব ইয়ুথ ইন কো-ক্রিয়েটিং এডুকেশন’।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনসিইউ। সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন হেড অব অফিস অ্যান্ড ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবভীনা মনীর চিঠি।

বিএনসিইউ সূত্র জানায়, দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২০ জানুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে তরুণ-যুবাদের অংশগ্রহণে এক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেন। এই প্রাণবন্ত সংলাপ তরুণদের কণ্ঠ শোনার এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে। আজ শনিবার আন্তর্জাতিক শিক্ষা দিবসের আলোচনায় তরুণ প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...