আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাড্ডায় ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার

বাড্ডায় ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
বাড্ডা থানা

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈয়ের বাসায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, বিকেলে আমরা ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের মামাতো ভাই নির্মল বারৈ বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট এলাকার জনতা ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকাতেই বসবাস করতেন।

তিনি জানান, গত ১৭ বা ১৮ জানুয়ারি সুবীর বাড্ডায় তার বোনের বাসায় বেড়াতে যান। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে কী কারণে বা কেন তিনি এমনটি করেছেন, সে সম্পর্কে তারা কিছুই জানতে পারেননি।

সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন