শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে পড়ায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য ১০ দলে রূপ নেয়। এরই মধ্যে প্রচার শুরু হওয়ার পর দুই দিনে সারাদেশে নির্বাচনী জনসভাগুলোও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আয়োজন করা হয়। তবে সেটি আবারও ১১ দলীয় ঐক্যে ফিরছে।
জানা গেছে, কোনো নির্বাচনী আসন ছাড়াই জামায়াত জোটে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হচ্ছে। এ বিষয়ে শনিবার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ওই দিন সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে বলে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দলটি বিএনপি জোটের শরিক ছিল। তবে এবারের জাতীয় নির্বাচনে তাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিএনপি জোটের সঙ্গে সম্পৃক্ততা ত্যাগ করে লেবার পার্টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

