আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টি-টোয়েন্টিতে আবারও হারল কিউইরা

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টিতে আবারও হারল কিউইরা

প্রথম টি-টোয়েন্টি হেরে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারের তেতো স্বাদ হজম করল। ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে আরো একধাপ পিছিয়ে পড়ল ব্ল্যাক ক্যাপস শিবির। ২৮ বল হাতে রেখে পাওয়া জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার খেলেন ৪৭ রানের হার না মানা দারুণ এক ইনিংস। আর ৪৪ রান এনে দেন রাচিন রবীন্দ্র।

রায়পুরে লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকান সূর্যকুমার যাদব ও ইষান কিষান। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৪৯ বলে গড়ে ১২২ রানের পার্টনারশিপ। ৩৭ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থেকে যান ক্যাপ্টেন সূর্যকুমার। ৩২ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৬ রানের দাপুটে ইনিংস উপহার দেন ইষান। তাদের দুজনের ব্যাটিং ঝলকে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০৮/৬. ২০ ওভার (রাচিন ৪৪, স্যান্টনার ৪৭*; কুলদীপ ২/৩৫)।

ভারত: ২০৯/৩, ১৫.২ ওভার (কিষান ৭৬, সুরিয়াকুমার ৮২*; হেনরি ১/৪১, ডাফি ১/৩৮ ও সোধি ১/৩৪)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ইশান কিষান।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...