কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, দিদারুল হক সিকদারের বিরুদ্ধে ১১টি রাজনৈতিক মামলা রয়েছে। তিনি বর্তমানে কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ওসি মনির হোসেন জানান, দিদারুল হক সিকদারকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

