আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২৩ বছর পর তারেক রহমান কুমিল্লায় আসছেন রোববার

জেলা প্রতিনিধি, কুমিল্লা

২৩ বছর পর তারেক রহমান কুমিল্লায় আসছেন রোববার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার নির্বাচনি প্রচারে কুমিল্লায় আসছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এদিকে আজ বিকালে তারেক রহমানের আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ফুলতলীর ডিগবাজি মাঠ পরিদর্শন করেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।

কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী আমার দেশকে বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছে কুমিল্লার লাখ লাখ মানুষ। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।

বিজ্ঞাপন

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজি জসীমউদ্দীন আমার দেশকে জানান, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। রোববার মহাসমাবেশ হলেও আজ শনিবার থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে অংশগ্রহণ করবে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মিসভায় বক্তব্য দিয়েছিলেন। এই প্রথম কুমিল্লায় মহাসমাবেশে আমাদের নেতা বক্তব্য রাখবেন।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, তারেক রহমান কুমিল্লায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বক্তব্য শোনার জন্য কুমিল্লার নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছে।‌ মাঠ পরিদর্শন শেষে আমিনুর রশিদ ইয়াছিন বলেন, তারেক রহমানের কুমিল্লার সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...