আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যাড। ইনজুরির কারণে বাদ পড়েছেন টনি ডি জর্জি ও ডোনোভান ফেরেইরা। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। এদিকে, বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ডও। দলের গুরুত্বপূর্ণ পেসার অ্যাডাম মিলনেকে পাচ্ছে না নিউজিল্যান্ড। বদলি হিসেবে ভাগ্য খুলেছে কাইল জেমিসনের।

রিকেলটনের ভাগ্য খুলেছে বলা যায়। শুরুর দলে জায়গা পাননি দারুণ ফর্মে থাকা রিকেলটন। এরপর এসএ টোয়েন্টিতে বইয়ে দেন রানের বন্যা। দল ঘোষণার আট দিন আগে ও দল ঘোষণার পর করেন দুটি সেঞ্চুরি। জায়ান্টসের বিপক্ষে এমআই ক্যাপটাউনের হয়ে ৬৩ বলে ১১৩ রানের পর জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ৬০ বলে করেন অপরাজিত ১১৩।

বিজ্ঞাপন

অ্যাডাম মিলনের বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এসএ টোয়েন্টি খেলার সময় ইনজুরিতে পড়েন ৩৩ বছর বয়সি এই পেসার। নিউজিল্যান্ডের কোচ রব ওয়ালটার মিলনের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা সবাই অ্যাডামের জন্য সত্যিই দুঃখিত। তিনি টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এবং ইস্টার্ন কেপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। এটা সত্যিই দুঃখজনক সময়, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’

ভারত ও শ্রীলঙ্কায় ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ আসর। ‘ডি’ গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকার মিশন শুরু হবে তার দুদিন পর। আহমেদাবাদে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। নিউজিল্যান্ড বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন