আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে সম্মাননা পেলেন ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বাংলাদেশের দ্রুত বিকাশমান ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে উৎকর্ষতা, উদ্ভাবন ও নেতৃত্বের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডস।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর এবং দেশের শীর্ষস্থানীয় ট্রাভেল-ট্রেড কংগ্লোমারেট গ্যালাক্সি গ্রুপ যৌথভাবে এ পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পসহ বিভিন্ন ব্যবসা খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন এবং দ্য বাংলাদেশ মনিটর-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

মোট ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও ৮ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে জুরিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শাহী হামিদকে। বাংলাদেশের আতিথেয়তা খাতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পান।

বিটিটিএইচএ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর মনোনয়ন আহ্বানের মাধ্যমে। ৮৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে ১৫০টিরও বেশি মনোনয়ন জমা পড়ে।

পর্যটন ও আতিথেয়তা খাতের বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড যাচাই-বাছাই শেষে সব ক্যাটাগরিতে মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে।

স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ২০২৫ সালের ১১ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভোট গ্রহণ করা হয়। এতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।

বিজয়ী নির্বাচনে মনোনয়নপত্রের মান, অনলাইন ভোটের ফলাফল, সামগ্রিক জনমত ও সরেজমিন মূল্যায়নসহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করা হয়। জুরি সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, এ অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের অংশীজনদের তাদের সেবার মান ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা।

অনুষ্ঠানে লিড স্পন্সর হিসেবে ছিল গ্যালাক্সি গ্রুপ, ব্যাংকিং পার্টনার স্ট্যান্ডার্ড ব্যাংক, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং ট্রাভেল পার্টনার হিসেবে ছিল বাইটিকস সার্ভিসেস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...