আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আচরণবিধি ভাঙায় ইসির কড়াকড়ি

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা
ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে শৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে গত বৃহস্পতিবার এক দিনে ১৮টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ তথ্য জানিয়েছেন গণভোট ও সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম। ইসি সূত্র জানায়, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অবৈধ পোস্টার-ব্যানার, অনুমোদনহীন শোভাযাত্রা, সরকারি সম্পদের অপব্যবহার, অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও নাটোরে এসব অভিযান চালানো হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক জরিমানা আদায় ও সতর্কতা জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন ভঙ্গকারীদের প্রতি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না। ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি বাস্তবায়নে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এক্ষেত্রে দল বা ব্যক্তির পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

ইসি জানিয়েছে, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনি প্রচারের পুরো সময় মাঠ পর্যায়ে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...