পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আফগানিস্তানের

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ৪১

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেছে আফগানিস্তান। কাবুল জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়ে অন্তত ১০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলার মাধ্যমে ইসলামাবাদ দুই দিনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তালেবান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে এবং আফগানিস্তান এ ঘটনার প্রতিশোধ নেবে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানান, হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি পক্ষের সঙ্গে আলোচনা শনিবার দোহায় অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যে দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও আলোচনায় যোগ দিতে দোহা যাচ্ছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকতিকা প্রদেশে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে তিনজন ক্রিকেটারসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। বোর্ডটি একে ক্রীড়া সম্প্রদায়ের জন্য বড় ক্ষতি বলে উল্লেখ করেছে এবং ঘোষণা দিয়েছে যে তারা আগামী মাসে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ত্রি-জাতিক টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়াবে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বাহিনী আফগান সীমান্তের কাছে হাফিজ গুল বাহাদুর গ্রুপের ওপর “নির্ভুল বিমান হামলা” চালিয়েছে। গোষ্ঠীটি পাকিস্তান তালেবান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত এবং সম্প্রতি একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়ে সাতজন আধাসামরিক সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তান টিটিপি-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলিকে আশ্রয় দিচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করেছে। গত শনিবার থেকে সীমান্তে সহিংসতা বেড়েছে, ঠিক তখনই তালেবানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের সফরে ছিলেন। এর কিছু পরেই আফগান বাহিনী দক্ষিণ সীমান্তে হামলা চালায় এবং পাকিস্তান কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেয়।

বুধবার শুরু হওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সাময়িক শান্তি ফিরিয়ে আনলেও শুক্রবার রাতের হামলার পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। জাতিসংঘের আফগান সহায়তা মিশন জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে আফগান সীমান্ত অঞ্চলে অন্তত ৩৭ জন নিহত এবং ৪২৫ জন আহত হয়েছে। সংস্থাটি উভয় পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত