৩১ দিনের ২৫ দিনই হামলা,এ কেমন যুদ্ধবিরতি ?

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২২: ১৬
ছবি সংগৃহিত।

গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় হওয়া যুদ্ধবিরতির পরও দখলদার ইসরাইল প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সংস্থাটির এক বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে ঘোষিত যুদ্ধবিরতির ৩১ দিনের মধ্যে অন্তত ২৫ দিনই গাজায় ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।

১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এক মাসে ইসরাইলি দখলদার বাহিনী মোট ২৮২ বার লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনে ২৪২ জন নিহত এবং ৬২০ জন আহত হয়েছেন। এর মধ্যে অক্টোবরের ২৯ তারিখের এক দিনেই ১০৯ জন কে মেরেছে দখলদার ইসরাইলের বাহিনী।

বিজ্ঞাপন

গণমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন থেকেই হামলা শুরু করে ইসরাইল এবং প্রায় প্রতিদিনই গাজার বিভিন্ন স্থানে বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

তবে এসব ঘটনার পরও যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে— যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা উঠেছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় চলমান এই হামলা শুধু বেসামরিক নাগরিকদের জীবনহানি বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিরও চরম লঙ্ঘন।

বিশ্লেষণ অনুযায়ী, গাজা যুদ্ধবিরতির গত ৩১ দিনের মধ্যে ‘শান্তি’ কার্যত টিকেছিল মাত্র ৬দিন। বাকিটা সময়জুড়ে ফিলিস্তিনিদের জন্য ছিল বিস্ফোরণ, ধ্বংস আর মৃত্যু। আর সামনের দিনগুলো নিয়ে রয়েছে আরো শঙ্কা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত