আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরাইল: ট্রাম্প

আমার দেশ অনলাইন

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত ইসরাইল: ট্রাম্প

ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে দখলদার ইসরাইল। বুধবার ভোরে সামাজিক মাধ্যম ট্রুথে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথে ট্রাম্প লিখেছেন, "৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরাইল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এ সময়ে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব।"

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, "কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে৷ তারা এটির চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি, মধ্যপ্রাচ্যের ভালোর জন্য, হামাস এ চুক্তি গ্রহণ করবে। কারণ এটি ভালো নয়, আরও খারাপ হবে।"

গত কয়েক মাস ধরেই দখলদার ইসরাইলের সঙ্গে হামাসের ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চলছে। যেটির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। ট্রাম্প সম্ভবত ওই প্রস্তাবটিকেই ইঙ্গিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন