যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতি নিয়ে আবারো হামাসকে হুমকি দিলেন তিনি।
আরো জিম্মি ও বন্দির লাশ বিনিময় করেছে হামাস ও ইসরাইলি কর্তৃপক্ষ। তবে হামাস বলছে, মিশরের সঙ্গে গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করতে অস্বীকৃতি এবং গাজায় হামলা অব্যাহত রেখে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইল থেকে গাজায় ফেরত পাঠানো ১৩৫ ফিলিস্তিনের বিকৃত লাশ কুখ্যাত কারাগার সদে তেইমানে রাখা হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে একথা জানিয়েছেন। সদে তেইমান নামের ওই কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ রয়েছে।