
গাজা টানেলে ইসরাইলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য
ইসরাইল ও মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কয়েক মাস ধরে প্রায় ২০০ জন হামাস সদস্য এসব সুড়ঙ্গে আটকা ছিল। কিছু সদস্য বেরিয়ে এসে লড়াইয়ে নিহত হয়েছে অথবা আত্মসমর্পণ করেছে। হামাস আনুষ্ঠানিকভাবে আটকা থাকা বা নিহতের সংখ্যা নিশ্চিত করেনি।























