আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফাতাহর প্রতিষ্ঠাবার্ষিকীতে হামাসের অভিনন্দন

আমার দেশ অনলাইন

ফাতাহর প্রতিষ্ঠাবার্ষিকীতে হামাসের অভিনন্দন
ছবি: আমার দেশ।

ফিলিস্তিনি জাতীয় মুক্তি আন্দোলন (ফাতাহ)-এর ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। একই সঙ্গে ফিলিস্তিনি জাতীয় স্বার্থ রক্ষায় যৌথ জাতীয় পদক্ষেপ আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, ফাতাহর প্রতিষ্ঠা ফিলিস্তিনি জাতীয় সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রত্যাবর্তনের অধিকারের সংগ্রামকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের স্লোগান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তব কর্মকাণ্ডে রূপ দেওয়ার সময় এসেছে। বিশেষ করে ফিলিস্তিনি স্বার্থের বিরুদ্ধে চলমান ও ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে, গাজা উপত্যকাসহ সব অঞ্চলে ঐক্যবদ্ধ অবস্থান অপরিহার্য।

বিবৃতিতে হাজেম কাসেম ফাতাহর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে প্রয়াত ফিলিস্তিনি রাষ্ট্রপতি ও ফাতাহর প্রতিষ্ঠাতা নেতা ইয়াসির আরাফাতসহ ফিলিস্তিনি জনগণের সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন