আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার নিহতের কথা নিশ্চিত করল হামাস

আমার দেশ অনলাইন
ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার নিহতের কথা নিশ্চিত করল হামাস
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। ১০ অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইলের হামলায় এবারই জ্যেষ্ঠ কমান্ডার হারাল হামাস।খবর আলজাজিরার।
রবিবার এক ভিডিও বিবৃতিতে সাদের হত্যার বিষয়টি নিশ্চিত করেন হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া।
খলিল তার বিবৃতিতে জানান, ‘ইসরাইলের অব্যাহত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই শনিবার হামাস কমান্ডারের এমন মৃত্যু। এসময় তিনি আরো বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মার্কিন প্রশাসন এবং চুক্তির প্রধান গ্যারান্টার হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন দখলদার ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করতে এবং তা বাস্তবায়ন করতে বাধ্য করে।’
এর আগে, গাজা সিটিতে বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণলায় জানিয়েছে, শনিবারের হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

গাজা কর্তৃপক্ষের মতে, অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে, ইসরাইল প্রায় প্রতিদিনই গাজায় আক্রমণ চালিয়েছে। এর মধ্যে প্রায় ৮০০ বার চুক্তি লঙ্ঘন করে কমপক্ষে ৩৮৬ জনকে হত্যা করেছে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

এলাকার খবর
খুঁজুন