আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাস প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমার দেশ অনলাইন

হামাস প্রতিনিধিদের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আঙ্কারায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হায়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকে ফিদান ও হামাসের প্রতিনিধি দল গাজার সবশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন। বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৈঠকে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় নিয়ে মতবিনিময় করেন তারা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান জোর দিয়ে বলেন, প্রতিটি প্ল্যাটফর্মে জোরালোভাবে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করে চলেছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজায় আবাসন চাহিদা পূরণ এবং মানবিক সহায়তা প্রদানের জন্য তুরস্কের চলমান প্রচেষ্টা সম্পর্কেও হামাস প্রতিনিধিদলকে অবহিত করেন ফিদান।

বিজ্ঞাপন

হামাস প্রতিনিধিদল তাদের পক্ষ থেকে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির শর্ত পূরণ করেছে কিন্তু ইসরাইল গাজা ও তার জনগণের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের মতে, এই হামলার লক্ষ্য হলো শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে যাওয়া বন্ধ করা।

প্রতিনিধি দলটি আরো জানায়, উপত্যকায় প্রবেশ করা মানবিক সাহায্যের পরিমাণ এখনো জরুরি চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয়। তারা চলমান ঘাটতি, বিশেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধ, আশ্রয় সামগ্রী এবং জ্বালানি ঘাটতির কথা তুলে ধরেছেন।

বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের হামলা ও বসতি স্থাপনকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন