আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩
দক্ষিণ লেবাননের সিডন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে একটি গাড়িতে হামলাটি ঘটে। ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

লেবাননে আবারো যুদ্ধ বিরতি চুক্তির লঙ্ঘন করলো ইসরাইল। দক্ষিণ লেবাননের সিডন জেলার আকতনিত–কুনেইত্রা সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়ে ঘটনাটিকে যুদ্ধবিরতি চুক্তির নতুন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিজ্ঞাপন

এ ঘটনায় ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরাইলের সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ইসরাইলের দাবি করেছে, হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এক বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতিতে পৌঁছায়। ওই সংঘাতে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়। যুদ্ধবিরতি অনুযায়ী জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও তারা এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে অবস্থান বজায় রেখেছে, যা নিয়ে লেবানন ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন