পাকিস্তান–ভারত সম্ভাব্য পারমাণবিক সংঘাতসহ বিশ্বজুড়ে আটটি যুদ্ধ ‘বন্ধ করার’ কৃতিত্ব নিজের নামে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সৌদি আরবের রিয়াদে এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা যখন চরমে ছিল, তখন তিনি ৩৫০% শুল্ক আরোপের হুমকি দিয়ে দুই দেশকে যুদ্ধের দোরগোড়া থেকে ফিরিয়ে আনেন।
ট্রাম্প দাবি করেন, তিনি কঠোর ভাষায় ইসলামাবাদ ও নয়াদিল্লিকে সতর্ক করেছিলেন যে পারমাণবিক হামলার পথে এগোলে যুক্তরাষ্ট্র ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তার মতে, এই হুমকি কার্যকর হওয়ায় উভয় দেশ পিছু হটে এবং লাখ লাখ মানুষের জীবন রক্ষা পায়। তিনি আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে ফোন করে এই ভূমিকার প্রশংসা করেন এবং পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কৃতজ্ঞতা জানান।
এশিয়ার এই মধ্যস্থতার পাশাপাশি ট্রাম্প আরও দাবি করেন যে তার প্রশাসন ইসরাইল–ইরান, রুয়ান্ডা–কঙ্গো, ইথিওপিয়া–মিশর, আর্মেনিয়া–আজারবাইজান এবং গাজাসহ বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত থামাতে মুখ্য ভূমিকা রেখেছে। তার মতে, নয় মাসে আটটি যুদ্ধ বন্ধ হয়েছে যেখানে অর্থনৈতিক চাপই ছিল মূল হাতিয়ার।
ট্রাম্পের এসব দাবি রাজনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। তবে তার বক্তব্যে অতিরঞ্জন ও রাজনৈতিক কৌশলের ছাপ স্পষ্ট হলেও দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মন্তব্যগুলো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
সূত্র: জিও নিউজ।

