আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধে ৫টি জেট ভূপাতিত করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউজে কিছু রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, কিংবা কার কতটা জেট ভূপাতিত করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
প্রতিবেদনে ট্রাম্পের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক মারাত্মক হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে পাঁচটি পর্যন্ত জেট ভূপাতিত করা হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হয়।
‘আমি যে বিষয়টি নিয়ে খুব গর্বিত তা হলো- আমরা অনেক যুদ্ধ বন্ধ করেছি। অনেক যুদ্ধ। এবং এগুলো ছিল গুরুতর, গুরুতর যুদ্ধ, বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা দেখেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ করছিল, বিমানগুলোতে আকাশ থেকে গুলি করা হচ্ছিল। পাঁচ, পাঁচ, চার বা পাঁচটি, কিন্তু আমার মনে হয় আসলে পাঁচটি জেট ভূপাতিত করা হয়েছে।’ তবে ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কথা বলার সময় আর বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল, তাই না?.....এই দুটি গুরুতর পারমাণবিক শক্তিধর দেশ এবং তারা একে অপরকে আঘাত করছিল। এটি যুদ্ধের একটি নতুন রূপ বলে মনে হচ্ছে।’
এ সময় তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে বলেন, আপনারা সম্প্রতি এটি দেখেছেন, ইরানে আমরা কী করেছি, আমরা তাদের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, সাম্প্রতিক ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধে ৫টি জেট ভূপাতিত করা হয়েছে। শুক্রবার হোয়াইট হাউজে কিছু রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এমন মন্তব্য করেন। তবে কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে, কিংবা কার কতটা জেট ভূপাতিত করা হয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর দিয়েছে।
প্রতিবেদনে ট্রাম্পের বরাত দিয়ে বলা হয়েছে, ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে এক মারাত্মক হামলার পর শুরু হওয়া সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধে পাঁচটি পর্যন্ত জেট ভূপাতিত করা হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হয়।
‘আমি যে বিষয়টি নিয়ে খুব গর্বিত তা হলো- আমরা অনেক যুদ্ধ বন্ধ করেছি। অনেক যুদ্ধ। এবং এগুলো ছিল গুরুতর, গুরুতর যুদ্ধ, বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা দেখেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ করছিল, বিমানগুলোতে আকাশ থেকে গুলি করা হচ্ছিল। পাঁচ, পাঁচ, চার বা পাঁচটি, কিন্তু আমার মনে হয় আসলে পাঁচটি জেট ভূপাতিত করা হয়েছে।’ তবে ট্রাম্প ভারত-পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কথা বলার সময় আর বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প আরও বলেন, ‘পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছিল, তাই না?.....এই দুটি গুরুতর পারমাণবিক শক্তিধর দেশ এবং তারা একে অপরকে আঘাত করছিল। এটি যুদ্ধের একটি নতুন রূপ বলে মনে হচ্ছে।’
এ সময় তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা উল্লেখ করে বলেন, আপনারা সম্প্রতি এটি দেখেছেন, ইরানে আমরা কী করেছি, আমরা তাদের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
আফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
১ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
২ ঘণ্টা আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
৩ ঘণ্টা আগে