অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো পাকিস্তান-আফগানিস্তান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৬: ২৪

কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার প্রেক্ষাপটে পাকিস্তান ও আফগানিস্তান পারস্পরিকভাবে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। দোহায় পরিকল্পিত আলোচনার সমাপ্তি না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে সূত্র জানিয়েছে।

শনিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

রয়টার্সের বরাতে গণমাধ্যমটি জানায়, পাকিস্তানি প্রতিনিধিদল ইতিমধ্যেই দোহায় পৌঁছেছে, আর আফগান প্রতিনিধিদল আজ পৌঁছানোর কথা রয়েছে। তবে নিরাপত্তা সূত্র পাকিস্তানি প্রতিনিধিদলের দোহায় উপস্থিতির খবরকে “ভিত্তিহীন” বলে অভিহিত করে জানিয়েছে, দলটি শনিবার সকালে রওনা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানান, উভয় দেশই সীমান্ত উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে গঠনমূলক সংলাপে অংশ নিচ্ছে। “৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির সময় উভয় পক্ষই গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।”

সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলার পেছনে আফগান মাটি থেকে পরিচালিত গোষ্ঠীগুলির সম্পৃক্ততার অভিযোগে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পায়।

পাকিস্তান জানায়, ১২ অক্টোবর তালেবান বাহিনী ও ভারত-সমর্থিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বিনা উসকানিতে পাকিস্তানে আক্রমণ চালায়। এর জবাবে পাকিস্তানি বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালিয়ে ২০০-র বেশি তালেবান ও জঙ্গিকে হত্যা করে, এবং সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়।

পরবর্তীতে পাকিস্তান কান্দাহার ও কাবুলে “নির্ভুল হামলা” চালিয়ে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার দাবি করে দেশটি।

এদিকে, ২ ‍দিন ঘোষণার যুদ্ধবিরতির পর পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান যুক্তিসঙ্গত শর্তে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত এবং স্থায়ী যুদ্ধবিরতির দায়িত্ব এখন কাবুলের ওপর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত